[শ্রবণ নমুনা। ভারতী দাস]

দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান

                 ৮

       বসন্ত । সুরফাঁকতাল

             

আনন্দে আকুল সবে দেখি তোমারে,

পুরিল হৃদয় প্রীতি-বিমল-কুসুম-সুবাসে,

তব প্রসাদ সব দুখ নিবারে॥

সকল-কলুষ-ভঞ্জন, জগ-জন-চিত-রঞ্জন,

তোমারি প্রেম মধুময় জীবন সঞ্চার॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৭সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড
 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার:  কাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 বসন্ত 

তাল: সুরফাঁকতাল

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: ধা