[শ্রবণ নমুনা: গান্ধার শিল্পীগোষ্ঠী

দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান

                                ৯
                    নটবেহাগ। ঝাঁপতাল

মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি,
রাত্রি দিবা ঝরিছে লোচনবারি

চন্দ্র জিনি কান্তি নিরখিয়ে, ভাসিতাম আনন্দে,
আজি এ মলিন মুখ কেমনে নেহারি

 

গ্রন্থভুক্তি

. শতগান,  ৪৯ সংখ্যক গান, নটবেহাগ-ঝাঁপতাল (১৩০৭ বঙ্গাব্দ) সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১৭৮-১৭৯।


প্রাসঙ্গিক বিষয়:

 

সুরকার: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

স্বরলিপিকার: সরলাদেবী
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: নটবেহাগ।
তাল: ঝাঁপতাল [শতগান সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১৭৮-১৭৯।]
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: মধ্য

গ্রহস্বর: রা