বিষয়: দ্বিজেন্দ্রগীতি
গান: ৩
শিরোনাম: যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননি! ভারতবর্ষ!
	                          
		   ভারতবর্ষ 
                           
		ইমন ভূপালী- একতালা
 
 
		যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননি! ভারতবর্ষ!
		উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ!
		সেদিন তোমার প্রভায় ধরার প্রভাত হইল গভীর রাত্রি;
		বন্দিল সবে,' জয় মা জননি! জগত্তারিণি! জগদ্ধাত্রি!'
		
		(কোরাস)
		ধন্য হইল ধরণী তোমার চরণ-কমল করিয়া স্পর্শ;
		গাইল,'জয় মা জগন্মোহিনি! জগজ্জননি! ভারতবর্ষ!
		
		সদ্যঃস্নান-সিক্তবসনা চিকুর সিন্ধুশীকরলিপ্ত!
		ললাটে গরিমা,বিমল হাস্যে অমলকমল-আননদীপ্ত;
		উপরে গমন ঘেরিয়া নৃত্য করিছে' তপনতারকাচন্দ্র;
		মন্ত্রমুগ্ধ, চরণে ফেনিল জলধি গরজে জলদমন্দ্র।
		
		(কোরাস)-
		ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ;
		গাইল,'জয়মাজগন্মোহিনি! জগজ্জননি! ভারতবর্ষ!
		
		
		
		শীর্ষে শুভ্র তুষারকিরীট, সাগর ঊর্ম্মি ঘেরিয়া জঙ্ঘা, 
		বক্ষে দুলিছে মুক্তার হার পঞ্চ সিন্ধু যমুনা গঙ্গা।
		কখন মা তুমি ভীষণ দীপ্ত তপ্ত মরুর ঊষর দৃশ্যে;
		হাসিয়া কখন শ্যামল শস্যে, ছড়ায়ে পড়িছ নিখিল বিশ্বে।
		(কোরাস)
		ধন্য হইল ধরণী তোমার চরণ-কমল করিয়া স্পর্শ;
		গাইল, "জয় মা জগন্মোহিনি! জগজ্জননি! ভারতবর্ষ!"
		উপরে, পবন প্রবল স্বননে শূন্যে গরজি অবিশ্রান্ত,
		লুটায়ে পড়িছে পিককলরবে, চুম্বি তোমার চরণ প্রান্ত;
		উপরে, জলদ হানিয়া বজ্র, করিয়া প্রলয়সলিলসৃষ্টি-
		চরণে তোমার, কুঞ্জকানন কুসুমগন্ধ করি্ছে সৃষ্টি;
		(কোরাস )
		ধন্য হইল ধরণী তোমার চরণ-কমল করিয়া স্পর্শ;
		গাইল, জয় মা জগন্মোহিনি! জগজ্জননি!ভারতবর্ষ!
		
			
		জননি, তোমার বক্ষে শান্তি, কণ্ঠে তোমার অভয়-উক্তি,
		হস্তে তোমার বিতর অন্ন, চরণে তোমার বিতর মুক্তি;
		জননি! তোমার সন্তান তরে কত না বেদনা কত না হর্ষ;
		জগৎপালিনি! জগত্তারিণি! জগজ্জননি! ভারতবর্ষ !
		(কোরাস)
		ধন্য হইল ধরণী তোমার চরণ-কমল করিয়া স্পর্শ;
		
				গাইল, 'জয় মা জগন্মোহিনি! জগজ্জননি !ভারতবর্ষ' !
		
	
	
		- গ্রন্থভুক্ত:
		
		
			- 
			
			গান। অষ্টম সংস্করণ। [সম্পাদনা: দিলীপকুমার রায়। 
			গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স্। পৃষ্ঠা: ৬-৭]
 
- পত্রিকা:
		- ভারতবর্ষ। প্রথম বর্ষ, প্রথম সংখ্যা [আষাঢ় ১৩২০। পৃষ্ঠা: ৩-৪]
 
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
		- পর্যায়:
		- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য (রাগাশ্রী)
- রাগ: ইমন ভূপালী।
- তাল:  একতালা