বিষ্ণুরাম চট্টপাধ্যায়ের গান
শ্রবণ নমুনা: গান্ধার শিল্পীগোষ্ঠী
৩
আশা। কাওয়ালী
জগতপিতা তুমি, বিশ্ববিধাতা।
আমরা তোমারি কুমার কুমারী, তুমি হরি সব সুখদাতা॥
রাজরাজেশ্বর, সর্বভূবনপতি, পতিতপাবন দীনবন্ধু;
অনাথ গতি তুমি, অনাদি ঈশ্বর, করুণা কর কৃপাসিন্ধু॥
সংকটমোচন অভয় চরণ তব বন্দিছে সুরনরবৃন্দে;
জনম দিয়েছ যদি, শরণ দিতে হবে শীতল চরণাবৃন্দে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৪সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
		
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		
		 
স্বরলিপিকার: সত্যভূষণ গুপ্ত
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: 
		  আশা
তাল: কাওয়ালী
		
		পর্যায় :  ব্রহ্মসঙ্গীত
		
		
		লয় 
		
		:  ঈষৎ 
		দ্রুত
গ্রহস্বর : সা