গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১১৫

আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি যায় গো ভরি ।
তনুমন মম বিবশ বিরহে

কাটে না বিভাবরী ।
কেমনে প্রাণ তোমা বিনা রাখি__
মালা মোর যায় যে ঝরি ৷
জানি না তো কেন আমারে কাঁদায়ে
সুদূরে গেলে সরি ।
গগনে গগনে মত্ত ঘনঘটা
বিজুরী ওই ঝলকে,
সঘনে ডাকে দেয়া পবন উতরোল___
নয়নে বারি ছলকে।
ব্যাকুল আঁখি পলকে,
জানি না তো আজি আমারে কাঁদায়ে
আছ কোথা অলখে ।


শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ ।
“বসন্ত বাহার" কথাচিত্রের গান ।