আজ কেন ও চোখে লাজ কেন
মিলন সাঁঝ যেন বিফলে যায় ।
মন যেন ফুলের বন যেন
আঁখির কোণ যেন তোমারে চায়
গান আসে ব্যাকুল প্রাণ হাসে
সুরের বান আসে দখিণ বায় ।
চাঁদ ওঠে ঘুমানো ফুল ফোটে
অলির ঝাঁক ছোটে বনের ছাঁয় ।
পিয়াসে মিলন তিয়াসে
জীবনে কি আসে এমন ক্ষণ!
হেয়ালী প্রেমের দেয়ালী
জেলেছে খেয়ালী তোমার মন ।
কাল গুনে স্বপন জাল বুনে
পেয়েছি ফাগুনে আজি তোমায়
এই আমি এ কি গো সেই আমি
আমাতে নেই আমি যেন কোথায় ।
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ ।