আজ আছি কাল কোথায় রব__
কোথায় রব কে জানে,
কালি কি হবে তাই ভেবে আজ
মিছেই কেন আকুল হব ।
আনন্দ আর গানে গানে
এই ক;টি দিন কাটিয়ে যাও,
জীবনেরি পানশালাতে
উৎসবে প্রাণ মিশিয়ে নাও ।
ক্ষণিক হলেও দুজনারে
দুজন চিনে লব ।
তুমি আমি রব না কেউ
আয়ূর প্রদীপ হবেই ক্ষীণ,
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন ।
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব ।
শিল্পী: আলপনা বন্দ্যোপাধ্যায়
সুরকার:
অনুপম ঘটক
অগ্নিপরীক্ষা" কথাচিত্রের গান