গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১১৩


আমি হিসাব মিলাতে পারিনি, __
হাসি চেয়েছি ব্যথা পেয়েছি

ওগো, তবুও আমি যে হারিনি ।
কতবার দীপ জ্বেলেছি

সে তো হাওয়ায় হাওয়ায় নেতে গো,
বল গো নিঠুর নিয়তি

আর কত ব্যথা তুমি দেবে গো ।
তীরে এসেছি তরী ডুবেছে__

আমি, তবুও যে আশা ছাড়িনি।
পারিনি যে তবু জানাতে

বাজে মরমে কত সে বেদনা,
শুধু যে লুকিয়ে কেঁদেছি

কেউ বলেনি তবু কেঁদ না।
চেয়ে দেখেছি ফুল হেসেছে__
আমি তবুও সে হাসি কাড়িনি।



সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
“মধ্য রাতের তারা” কথাচিত্রের গান ।