গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৯৯

বাইরে আমার যা দেখ গো

সবটুকু তার অভিনয় ।
আসল সোনা হারিয়ে অঙ্গ
আমার মনের চোখে শ্রাবন কাঁদে
মেকি সোনায় ভরে রয় |

বাহির চোখে ফাগুন গো।
আমার মন জালাতে জ্বলে যেন,

রূপেরই এই আগুন গো ।
আমার হাতেরই এই ফুলের মালা-__

কাঁটারই সেই জ্বালা বয় ।
চলে প্রেমের হাটে রূপ বিকিয়ে
জগৎটারে চিনে আমি

নই তো কারো চেনা ।
ভোগের বাসর সাজিয়ে হাসি

ধার করা এই মুখে গো,
তুমি তো এক জননী সে

কাঁদে আমার বুকে গো ।
শুধু সান্ত্বনা মোর আমার ভিতের

মাটিতে মার পূজো হয় ।

“আশায় বাঁধিনু ঘর" কথাচিত্রের গান ।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ॥ সুর : ভি. বালসারা ।