গৌরীপ্রসন্ন মজুমদারের গান
গান সংখ্যা: ২০৫
বাঁশী বুঝি আর নাম জানে না
ডাকে বাঁশী রাধা বলে
লোকলাজ মানে না।
শ্রবণে পশিয়া বাঁশী মরমে যে হানে তীর
ও ধরবনি ঝড়ের মত ভেঙে দেয় সুখনীড়,
সে যে জ্বালা দিতে ভালবাসে
মালা তাই আনে না ।
জানি না তো কি যে মধু আছে এই নামে গো
এত করে বলি তারে সে তো নাহি থামে গো
শুনিয়া বাঁশীর ধ্বনি হায় গো কেমনে যাই
দেখিলে কহিবে সবে অভাগীর লাজ নাই
সে যে দূর হতে ডাকে শুধু
কাছে তবু টানে না।

শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ॥ সুর : রবীন্‌ চট্টোপাধ্যায় ।