গৌরীপ্রসন্ন মজুমদারের গান

গান সংখ্যা: ৩০

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি॥
ও…
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় প্রাণ গরলে
ঘুঁচাব তার নষ্টামি আজ আমি
সপিব তায় অনলে
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি॥
ও…
বাঁশেতে ঘুণ ধরে যদি কেন বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না।।
চোরা দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি॥

শিল্পী: শচীন দেব বর্মন
সুরকার: পাওয়া যায়নি।
রেকর্ড প্রকাশ: পাওয়া যায়নি।