বেদনার মত কি আছে মধুর আর
অশ্রু সাগরে খেয়াতরী বেয়ে
তাই তো মানিনি হার॥
কত সুর যেন বাজেনি বাঁশীতে মোর
শুধু ঝরে ব্যথা করুণ হাসিতে মোর
কত তারা হায় ঝরিল আকাশে
কে রাখে ঠিকানা তার॥
এ ভুবন মোর কাঁদে যে রিক্ত হয়ে
ঝরে যায় মোর মালার গ্রন্থি
শিশিরে সিক্ত হয়ে ।
কত কথা যেন পারিনি বলিতে হায়
যে প্রদীপ মোর জানে না জ্বলিতে হায়
তারই চারিপাশে এ জীবনে শুধু
ঘনালো অন্ধকার॥
শিল্পী : উৎপলা সেন ॥ সুর : সতীনাথ মুখোপাধ্যায় ।