গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ২০২

বিদায় নিও না হায় শপথ লাগে_
ঝরায়ে দিও না মালা

বঝরার আগে ।
যে দীপ নিজেরে শুধু হারাতে জানে
ছলছল আঁখি চায় তাহারই পানে
হায় বুঝাতে পারি না তাই

কি যে ব্যথা জাগে
যে তারা আকাশে এ নীরবে ঝরে
তারই শোকে বল কে আর সমাধি গড়ে
হায় ব্যথা তাই দিতে চাও
কি যে অনুরাগে


শিল্পী : পান্নালাল ভট্টাচার্য ॥ সুর : উমাশংকর চট্টোপাধ্যায় ।