গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ২০

বিদায় নিতে কি এলে
মিলনের মালা দিও না ধুলিতে ফেলে ।
তবু কোনদিন ভাবিনি তো হায়

ফুরাবে যে সব খেলা
আলো ভেবে যার কাছে গেনু সে তো

আলেয়ার অবহেলা ।
ভ্রমর শুধু যে চিরদিন

ফুলের গন্ধ খোঁজে
সে ফুল যখন ঝরে যায়

তার অভিমান সে কি বোঝে ।
এই আলো হাসি ক্ষণিকের মায়া

বুঝিনি কখনো আগে
প্রিয় হয় পর জানি তারে যবে

ভাল আর নাহি লাগে ।

শিল্পী : ধনঞ্জয় ভর্টাচার্য ॥ সুর : সতীনাথ মুখোপাধ্যায় ।