গৌরীপ্রসন্ন মজুমদারের গান

গান সংখ্যা:-৫৫


বিপীন বাবুর কারণ সুধা
মেটায় জ্বালা মেটায় ক্ষুধা
মরা মানুষ বাঁচিয়ে তোলে
এমনি যে তার জাদু
বিধি তোমার আদালতে
এ বা কেমন রায়?
দোষীরা সব কেটে পড়ে
বোকা সাজা পায়।
এই আমরা হলাম পাপী-তাপী
আর ওরা সবাই সাধু
ভালো করে বাঁচতে চাওয়া
ওদের চোখে দোষ,
ওদের গাড়ি টানতে গিয়ে
হলাম গরু-মোষ।
ওই নেপথে মারছে যে দই
উলটো নিয়ম দাদু
আজ রাজা কাল সে ফকির
বরাতের কি খেল
জিততে হলে দাবার চালে
পায়ে মাখাও তেল
নইলে সাত মণ তেল পুড়িয়েও রাধা
নাচবে না তো চাঁদু

শিল্পী: কিশোর কুমার
সুরকার: শ্যামল মিত্র
রেকর্ড প্রকাশ: ১৯৭৫ খ্রিষ্টাব্দ (অমানুষ)।