গৌরীপ্রসন্ন মজুমদারের গান
গান সংখ্যা: ২০৪

বঁধুর মুখে মধু দিয়ে মধুর মধুর কও কথা

কানেতে তার মধু দিয়ে, প্রাণের মধু দাও ঢেলে
ওগো লঙ্জবতী লতা ।

কড়ি খেলায় কে জেতে আর কে বা হারে দেখি,

তোমার মন পোড়ানো পিরীতি ওগো,

আসল না সে মেকী, বিচার করে দেখি ।
শুধু অলি প্রাণের রসকলি ফোঁটায় আকুলতা
ওগো লজ্জাবতী লতা ।
ঘোমটা দিয়ে ঐ লাজুক বড় সোনার ও মুখ ঢাকে
বাঁকা চাঁদে একটু ওকি যেন মেঘের ফাঁকে
বুঝি বাজে প্রাণের আরো কাছে, পাওয়ার চপলতা,
ওগো লজ্জাবতী লতা

“আশায় বাঁধিনু ঘর' কথাচিত্রের গান ।
শিল্পী : গীতা দাস ॥ সুর : ভি. বালসারা |