গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৮১

দূর হতে শুধু ছুয়ে যাও তুমি
আমায় তোমার গানে ।
কেন দূরে সরে যাও আলেয়ার মত
মন মোর নাহি জানে
কেন এ ছলনা মন নাহি দেবে যদি
মোর প্রেম হবে কি গো মরুতে হারানো নদী
ভালবাসা মোর কোনদিন কিছু
চায়নি তো প্রতিদানে॥
হৃদয় আমার আঁধারে হারায়ে যায়
মধু ফাগুন এ ভুবন হতে
শুধু যে বিদায় চায়॥
বুঝিতে পারিনি মন নিয়ে একি খেলা
তব নামে জালা মণিদীপ কিগো
নিভে যাবে অভিমানে

শিল্পী : নীতা সেন ॥ সুর : সুধীরলাল চক্রবর্তী ।