গান সংখ্যা ১১৬
এ আমায় কোথায় নিয়ে এলে ?
যে পাখী আকাশ জুড়ে__
বেড়াত আপনি উড়ে
তারে খাঁচায় দিলে ঠেলে ।
এ কেমন ফন্দী করে__
রেখেছ বন্দী করে,
তার দু'চোখের আলো কেড়ে
কি সুখ বলো পেলে ?
এখানে জীবন ভরা অন্ধকার,
প্রাণে তার নেই সে গানের ছন্দ আর ।
মনে ষার আলোর তৃষা-
আঁধারে হারায় দিশা
কেমন ক'রে দেবে সে তার
গানের প্রদীপ জ্বেলে ।
শিল্পী : লতা মুঙ্গেশকার
সুর : সুধীন দাশগুপ্ত ।
“পঙ্কতিলক' কথাচিত্রের গান ।