গান সংখ্যা ১১৭
এ আড়াল সহিতে পারি না
ওগো অকরুণ ।
যে আঘাত দাও বহিতে পারি না
ওগো অকরুণ ।
সেই তো আমার সঞ্চয়
বেদনার মাঝে যা দিলে
আমার কাঁদায়ে জানি গো
নিজেও যে শেষে কাঁদিলে
এ আঁধারে আর বহিতে পারি না
ওগো অকরুণ ।
তোমার মতই একাকী
আমি প্রতিটি নিমেষে কাঁদি
তোমার আমার মাঝে গো
আমি কেমনে বা সেতু বাঁধিব।
হায় ব্যথার রাখাল চিরদিন
পরাণে যে বাঁশী বাজালে
শ্রাবণ বেলার কালো মেঘ
মোর ফাগুন আকাশ সাজালে
নিজেরে যে আর দহিতে পারি না
ওগো অকরুণ |
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
'সূর্যতোরণ' কথাচিত্রের গান।