গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১২১

এ হৃদয় লয়ে প্রতি ক্ষণে ক্ষণে
কে যেন খেলিছে পাশা ।
সেকি গো ভাগ্য মোর ।
বাসর বাঁধার স্বপ্নে যে শুধু মেলে গো
কাঁটার জালা
পাইনি তো ফুল ডোর ॥
ভুল বুঝে এ কি ভুলিতে চাওয়ার খেলা
মোর প্রেম যেন কেঁদে ফেরে সারা বেলা
ঝরা মাধবীর চোখে যে শিশির ঝরে
সে তো আমারই প্রেমের একফোঁটা আঁখিলোর ॥
ওগো স্মৃতির রাখাল বাজায়ো না বাঁশী
অমন করুণ ক'রে__
হিসাবের খাতা খুলে দেখি সে তো
কত ভুলে গেছে ভরে ।
এ জীবনে শুধু ক্ষতিই হল যে জমা
পাষাণেরই মত নিঠুর যেন গো ক্ষমা
নিশীথে নিবিড়ে তৃষিত প্রদীপ ঘিরে
আঁধার ঘনায় তবু তো আসে না ভোর


শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।

 সুর : অনিল বাগচী ।
“মায়াকানন' কথাচিত্রের গান ।