গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৯

এ মন আমার যেন
ভ্রমরের সুর হয়ে
গান শুধু শোনায় তোমায় ।
তোমার হৃদয় ফোটা

সে এক ফুলের কুঁড়ি

সেই সুরে পাপড়ি ছড়ায়!
আমার না বলা কথা

বেজে ওঠে বাতাসের সুরে ।
আমার এ ব্যাকুলতা পাখীর পাখায়

ভেসে যায় দূরে!
তারই পানে চেয়ে বুঝি

তোমার নয়ন দুটি স্বপ্ন ঝরায় ।
ভীরু ভালবাসা ঘেরা তোমার হৃদয় |

কি কথা বলিতে চায় জানি
আমারে যে আরো কাছে

নেয় সে তো টানি
ভালো তবু লাগে যে

দূর হতে বাজে মোর বাঁশী
অধরে তোমার সে

জাগায় আবেশ ভরা হাসি
এই দূরে দূরে থাকা
দুজনারই যেন ওগো হৃদয় ভরায়॥


সুর ও শিল্পী : শৈলেন মুখোপাধ্যায় ।