গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ৩০


এই শহর আর শহরতলীর
 ইতিকথা নাও গো শুনে
দেখেছি নিজের চোখে
চলেছে যা ভাই কলের গুণে॥
তোমরা যারা শহরে ভাই
থাকো বলে বড়াই করো
সেই কথাটি ভুলে গেছো
সবার চেয়ে মানুষ বড়ো ।
মনের এ কি দশা বলো_
এখানে পথগুলো সব ইটে মোড়া
সে পথে নেই যে ধুলো
মাটির ছোঁয়া পায় না হেথায়
মাটির গড়া মানুষগুলো
এখানে যা দেখি ভাই
সবই মেকি অলক্ষুণে॥
নেমে ছিল গঙ্গানদী
মহাদেবের জটা থেকে
দুঃখ পেলাম কলের জলে
হেথায় তাকে বন্দী দেখে
তুমি আর ডেকোনা পিছু ডেকো না
তানি চলে যাই শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না।
আঁখিজল কতু ফেলো না
নিবিড় আঁধারে একা
নেভা দীপ আর জ্বলো না
পথ আর চেয়ে থেকো না।
জানি মোর কিছু রবে না
তোমার আমার দেখা
এ জীবনে আর হবে না
আমার এই চলে যাওয়া চেয়ে দেখ না।
অকারণে ব্যথা পেয়ো না
হারালে যাহারে আজ
তারে আর ফিরে চেয়ো না
বেদনায় হাসি ঢেকো না।

সুর ও শিল্পী : মান্না দে।