গান সংখ্যা ১২৫
এই বৈশাখে ঐ শাখে ঐ ডাকে
চোখ গেল হায়
এই যৌবন মৌবনে মৌমাছি
ডাক দিয়ে যায়॥
আজ তুমি নেই আমারও কাছে
ব্যাকুল নয়নে পথ চেয়ে আছে
দূর নীলাকাশে ঐ যেন আসে
হাসে আষাড়ের দিন_
সে তো জানি না যে আজ কেন বাজে
মন মাঝে সুর ভরা বীন।
বলে যায় তুমি আজ আসিবে ফিরে॥
মায়াজাল বুনে কাল গুনে গুনে
ফাগুনে তোমারেই পাই
ঐ মুহু মুহু গায় শুনি কুহু
আজ দুঁহু এক হয়ে যাই__
তুমি এলে মোর হৃদয় ভরে
তোমারে পেলাম আজ আপন করে॥
শিল্পী : অপরেশ লাহিড়ী
সুর : শ্যামল মিত্র ।