গান সংখ্যা ১২৯
এই যে পথের এই দেখা
হয়তো পথেই শেষ হবে,
তবুও হৃদয় মোর বলে
সঞ্চয় কিছু তো রবে ।
ক্ষণেকের এই জানা শোনা__
স্মরণে করে যে আনাগোনা,
তারই সুরে বাজে যেন বাঁশী
মরমেতে জাগে অনুভবে ।
তবুও হৃদয় মোর ভাবে _
এ পথ কোথায় নিয়ে যাবে,
তাই তারার প্রদীপ জলে নভে ।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।
যৌতুক কথাচিত্রের গান ।