গান সংখ্যা:- ৮
এই কুলে আমি আর ওই কুলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কুলে গান যেন গায়॥
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়॥
দূরে আছ তবু কথা হয় বিনিময়,
জানোনাতো কি নিবিড় এই পরিচয়।
দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে,
তুমি যেগো ভেসে এলে প্রাণের খেয়ায়॥
শিল্পী: মান্না দে
সুরকার: মান্না দে