গান সংখ্যা ১৩২
এই সুন্দর রাত্রি আকাশ পারে
তারার প্রদীপ জ্বেলে দিয়ে যায়,
তার স্বপ্ন আবেশে মোর মুগ্ধ নয়ন
আজ যেন অদেখারে খুঁজে পায়॥
আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ_
ফুল উপহার দিল তার গন্ধ,
শুধু আমার মনের এই নিভৃতে
কোন কবির কবিতা ভাষা চায়॥
কত স্বপ্নে কত রঙ্গে,
বাঁশি বাজে সারা অঙ্গে ।
কোন রূপময় রূপেরই পরশে__
হল মুখরিত মন বীণা হরষে,
এই ফাগুনেরই উচ্ছল প্রহরে
আজ কোন সুরে পাখী এ গান গায় ।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।সুর : হেমন্ত মুখোপাধ্যায় |
“অগ্নিসংস্কার' কথাচিত্রের গান ।