গৌরীপ্রসন্ন মজুমদারের গান

গান সংখ্যা৫৭
 

এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কী
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কী
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালই লাগে সাড়া দিতে।
স্বপ্ন হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে, ক্ষতি কী
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভাল হয়।
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে।
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে, ক্ষতি কী

শিল্পী: কিশোর কুমার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: ১৯৫৮ (লুকোচুরি)।