গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৩৭

এখনো রজনী আছে
এখনি বলো না যাই
থাকো তুমি মোর কাছে
বাসর জাগাতে চাই॥
দুর আকাশের তীরে
তারাগুলি জ্বলে ধীরে
বাতাসে এখনো যেন
ফুলের সুরভি পাই
এখনো ঝরেনি মালা
তোমারই দেয়া সে নামে
একবার শুধু ডাকো!
বল ওগো কিছু বলো
আঁখি কেন ছলো ছলো
তুমি কি জান না ওগো
বিদায় বলিতে নাই ॥

শিল্পী : অপরেশ লাহিড়ী ।

সুর : রবীন চট্টোপাধ্যায় ।