গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৩৪



একটি দুটি তারা করে উঠি উঠি
মনকে দিলাম ছুটি তাই গো

এই সন্ধ্যায় ।
একটি দুটি ফুল করে ফুটি ফুটি

যেথা খুশি মুঠি মুঠি পাই গো
সেথা মন ধায়

তবু কেন কাঁদি আমি
মন যেন মানে না

ব্যথা ছাড়া এ জীবনে
প্রেম মোর আর কিছু জানে না

আর যে সহিতে আমি পারি না
কে যেন ডাকিয়া বলে হৃদয় বেণুতে তব
বেদনার সুর মিছে সেধ না ।

শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।

সুর : রবীন চট্টোপাধ্যায় ।