গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৩৮

এস খেলি প্রেম প্রেম খেলা
হোক শ্রাবণের দিন তবু মনে করো

এ তো ফাগুনের বেলা ।
এই খেলায় নেই ব্যথা নেই অনুশোচনা
ভেবে নাও গ্রীষ্মের রৌদ্রটা জ্যোছনা
সেই ক্ষণে মনের মনে তোমাতে আমাতে

বেয়ে যাই বেয়ে যাই স্বপ্নের ভেলা ।
যাক যদি ডেকে ডেকে বিষে ভবে দুটি প্রাণ
ভেবে নিতে হবে সে তো কোকিলের কুহু তান ।
সেই ক্ষণে তুমি আমি দুজনেই রয়েছি

হাতে হাত চোখে চোখ মেলা ।
জুলিয়েট ভেবে মোরে তুমি হও রোমিও
বিরহের ঝটকায় কভু নাহি দমিও
বেশ লাগে মাঝে মাঝে ঝাল ঝাল টক নুন
অনুরাগে কিছু অবহেলা ।


শিল্পী : নীলিমা সেনগুপ্তা
সুর : নচিকেতা ঘোষ ।

“ভানু পেলো লটারী" কথাচিত্রের গান ।