গৌরীপ্রসন্ন মজুমদারের গান

গান সংখ্যা ৩৩

হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে
তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে।
তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গিটা সুর ধরেছে
পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে॥

পরোয়া তো নেই দু দশ লাখ হয় যদি হোক দেনা
একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা
আঙুর ফলের রঙ্গিন রসে পান পেয়ালা ঐ ধরেছি
স্বপ্নে দুচোখ জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে॥

রাজা যে টাকাটা মারছো ছুঁড়ে সুবহানাল্লাহ দিয়ে
সেই টাকাটাই পড়ত যদি একটু দূরে গিয়ে
বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠর জ্বালা
খুলে যেত বন্ধদ্বারের অন্ধকারের তালা
অনাহারের শীতে কেঁপে যে গাছেরি ডাল মরেছে
হয়তো বাঁচার আশা জাগত শিকড় ফুঁড়ে।

শেকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি)
শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়
মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়
তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি
আমার হীরের আংটি না পেলে ওর জ্বলত কি ওই নাকছাবি
হাজার টাকার ঝারবাতিটা॥

শিল্পী: মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
রেকর্ড প্রকাশ:১৯৭২ খ্রিষ্টাব্দ (স্ত্রী)।