হয়ত তখন রাত শেষ রাত হবে
প্রহর জাগিয়ে দীপ নিভে গেল শেষে
সহসা বাতাসে কার পদধ্বনি শুনে
দেখেছিনু ছায়া এক দ্বারে ছুটে এসে
আমি শুধালাম তারে
কে তুমি দাঁড়ায়ে আজ আমারই দ্বারে
দেখ তো আমাদের তুমি পার কি চিনিতে
কহিল সে হেসে ।
কহিল সে মোর নাম প্রেম ভালবাসা আমি_
যে আমারে ডেকে নেয়
তাহারই দুয়ারে আসি নামি
তারে এত কাছে পেয়ে
ফিরায়ে দিলাম শুধু মুখপানে চেয়ে
এমনি করেই প্রেম
ডাক দিয়ে যায় ধূলিমাখা বেশে ।
শিল্পী : সুপ্রভা সরকার ॥ সুর : রবীন চট্টোপাধ্যায় ।