গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ৬৩


জানি না এ মালা কার গলে পরাব
আর মন ভরাব ।
এই মধু মাসে,
যদি বঁধু আসে
পায়ে তার এ মালার ফুল ঝরাব।
এ তো মালা নয় মন মোর
দেব গো যারে
সে যে রয় অলখে,
আঁখির পলকে তার স্বপন ঝলকে ।
এ কি দোলা জাগে __
আজ অনুরাগে,
আঁখিছায়ায় আবেশের রঙ ছড়াবো ।


শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।
 সুর : রবীন চট্টোপাধ্যায় ।
“দেবী মালিনী" কথাচিত্রের গান ।