গান সংখ্যা ১৬৯
ঝাউয়ের পাতা ঝিরিঝিরিয়ে
ঘুমপাড়ানি গান গায় ।
তাই না শুনে ঘুম নেমেছ
না জানি কার নয়ন ছায়।
চমকে ওঠে হলদে দুপুর একটি ঘুঘুর গানে
আর বাতাসের ঐ শীর্ণকায় বৈঠা কারা টানে
যেন সময় নিয়ে কাড়াকাড়ি
মাল্লারা সব পাল্লা দিতে চায় ।
হঠাৎ যদি যাই হারিয়ে
হায় তারপরে কি হবে!
সেই ঘুমের দেশে মন ছাড়া আর
কেউ বা সাথে রবে
নিঝুম বেলার এই যে প্রহর স্বপ্ন দেখে কাটে
আর রাজার কুমার ছোটায় ঘুড়া তেপান্তরের মাঠে
আর ফুলের বনে ভ্রমরা যত
গুনগুনিয়ে ঝুমঝুমি বাজায়।
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুর: নচিকতা ঘোষ