গান সংখ্যা ১৭০
ঝিরি ঝিরি পিয়ালের ঠান্ডা ছায়াতে আজ
বন ময়ূরের নাচ দেখতে যাব,
লাল লাল শিমুলের অনুরাগে ভরা রঙ
অন্তরে আজ আমি কুড়িয়ে পাব
আকাশের নীল সীমা ছাড়িয়ে_
খেয়ালী এ মন যাক হারিয়ে,
বিম্ ঝিম্ নেশা লাগা ভ্রমরের মত আজ
মহুল আর মহুয়ার মধু যে খাব ।
ওগো বউ কথা কও
তুমি মিছেই শুধাও,
আমি নিজেই জানি না মোর ময়ুরপঙ্খী মন
কোথায় উধাও ।
কৃষ্ণচূড়ার কুঁড়ি কুড়ায়ে_
হাওয়ার আঁচল দেব উড়ায়ে,
নীলকন্ঠের সুরে কন্ঠ মিলায়ে আজ
সারাবেলা শুধু গান যে গাব।শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।
সুর : নচিকতা ঘোষত্রিযামা" কথাচিত্রের গান ।