গান সংখ্যা ১৬৮
ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি,
মোর মধু-স্মৃতি লয়ে আজও
পাখী বাঁধে নীড়খানি ॥
সবই আছে সেদিনের
আমি শুধু নাই,
ব্যথাভরা এ কথারে সুর দিয়ে যাই॥
মাধবী বনের ছায়া আজও হায় ডাকে_ চাঁদ তারা মোর পানে চেয়ে চেয়ে থাকে ।
ভুলেছি যে গান তারে
কোথা খুঁজে পাই ।
আমি শুধু নাই।.
আশার সমাধি পাশে সুখ-স্মৃতি কাঁদে,
আলোরে ভুলিয়া মন ছায়া বুকে বাঁধে__
হারালো যে দিন তারে
কেমনে ফিরাই॥
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুর : অনিল বিশ্বাস ।
“দুজনায়' কথাচিত্রের গান ।