গান সংখ্যা ১৬৭
ঝরাপাতা আজ ঝড়ে নেভা দীপ যারা
তোমাদের এ পৃথিবীতে
যাহাদের নাম লেখে নাই ইতিহাস ।
মোর এই গান খুঁজে ফেরে
সেই নীরব দীর্ঘশ্বীস॥
তোমরা গড়েছ তাদেরই পাঁজরে
সুখের সাতমহল
তোমাদেরই হাতে ঢেলেছে যে
সেই ব্যথাভরা আঁখিজল
নিয়তির এ কি সকরুণ পরিহাস॥
হায় কে করে বিচার কার ।
বিধাতার হাতে ভিক্ষাপাত্র সঁপি
তোমরা যে নিলে কাড়ি__
সুমহান প্রাণদণ্ডের সবটুকু অধিকার ।
যাদের রক্তে রাঙা হল ঐ
উদয় অরুণাচল
তোমাদের লাগি নিল যে বিদায়
বেদনায় আঁখিতল
মেটেনি কি হয় তবু তোমাদেরই আকাশ॥
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ।সুর : দূর্গা সেন ।