গান সংখ্যা ১৬৫
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও ।
এখনো কাছে আছি তাই তো বোঝ না
আমি যে তোমার কত প্রিয়॥
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পার তো ক্ষমা করে নিও॥
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি ।
সেদিন ডাক যদি এ নাম ধরে হায়।
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়।
তবুও আমায় পাবে না খুঁজে আর।
বিরহী হব জানি বরণীয়॥
শিল্পী ও সুর: সতীনাথ মুখোপাধ্যায়