গান সংখ্যা ২২৩
যদি ভুল ক'রে ভুল মধুর হল
মন কেন মানে না,
কেন একটু ছোঁয়া দোলায় আমায়
কেউ তো জানে না ।
আজ হারিয়ে যেতে তবে কিসেয় বাধা
যদি এ ভুল হল গো ভালো,
আঁধারে সে আলো।
আহা তাই এ বাঁশী খুঁজে পায় কি হাসি
সুরে আজ পড়ে সে বাঁধা,
তবে ফাগুন কেন দেখেও আমায়
কাছে তার টানে না ।
কেন সে আমায় আজ এমন ক'রে
ডাক দিয়ে ঐ যায়,
তারি সুরে হৃদয় আমার
ব্যাকুল হতে চায়।
এই একটু খুশি এই একটু নেশা
কেন ভোলালো আমায়,
আর দোলালো আমায়।
বল এ কি মায়া মোর আঁখিছায়া
স্বপ্নে জেন মেশা,
তবু আমায় দেবার হৃদয় নিয়ে
কেন সে মালা আনে।“অগ্নি পরীক্ষা' কথাচিত্রের গান ।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ॥ সুর :অনুপম ঘটক ।