গৌরীপ্রসন্ন মজুমদারের গান

গান -৬০

যদি হই চোরকাটা ঐ শাড়ীর ভাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে॥
আহ তুমি যে কি করো
জ্বালাতন করছ আমায় তুমি বড়
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে॥
তোমার ঐ দু’চোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে
স্বপ্ন আমি এঁকেছি।
যদি হই কাজল তোমার ঐ চোখে
আমারই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোক লাজে॥

শিল্পী: আশা ভোঁসলে ও কিশোর কুমার
সসুরকার: শ্যামল মিত্র
রেকর্ড প্রকাশ: ১৯৭৫
খ্রিষ্টাব্দ  (অমানুষ)।