গান সংখ্যা ২২৪
যদি মনে হয় ভার মালাখানি আর
রেখো না গলে।
অভিমান তবু রবে না তো মোর
নয়ন জলে॥
ভুলিও না হায় এই কাছে থাকা
মিলনের মোহে হাতে হাত রাখা
দূরে গিয়ে নয় মনে করো ওগো
ভুলেছি প্রেমেরই ছলে॥
আমার নয়নে শত-শ্রাবণের
বেদনা করেছি জমা
ভুল করে যদি ভালবেসে থাকি
করিও না হয় ক্ষমা।
মনে করো এই কুসুমের মেলা
এ তো শুধু ভুল ক্ষণিকেরই খেলা
আমার মতন চেয়ো না বুঝিতে
বেদনা কাহারে বলে॥
শিল্পী : অপরেশ লাহিড়ী ॥ সুর : রবীন চট্টোপাধ্যায় ।