গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ২২২


যদি নাইই দেবে চাই না তো মন

গুন গুন গুঞ্জনে মৌমাছি ঐ

বলে, ফুল মোর কথা শোন ।

এই যৌবন মৌবন ছায়

বসস্ত আসে না তো হায়

খেলা ভেঙ্গে বেলা চলে যায়_

বুঝি না তো কে যে পর কে মোর আপন॥

একই আকাশ
জানি
কভু কালো হয়
পরাজয়ের জয় তবু মানি
আঁধারের মাঝে আলো রয় ॥

যেথা আমি গড়ি খেলাঘর

সে তো দেখি ধূ ধূ বালুচর

মোর বুকে ওঠে শুধু ঝড়

এ জীবনে হল না তো বাসর যাপন॥

“মায়াকানন' কথাচিত্রের গান ।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ॥ সুর : অনিল বাগচী ।