গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৫১

কাজল কাজল চোখে ঐ
বন ময়ূরী নাচে।
মান কোর না এস আমার কাছে ।
কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না।
ও কন্যা বাঁধোনি তো মেঘবরণ চুল,
দুই কানেতে দোলে না তো ঝুমকো লতার দুল-_
বেশ করেছি তোমার কি
তোমার জ্বালায় পরাণ আমার
একটুও কি বাঁচে!
বোল না আর আড়ি,
এই দেখ না হাটের থেকে
এনেছি লাল শাড়ি ।
উঃ দেখতে আমার বয়েই গেছে ভারি |
হাটে যদি হারিয়ে যেতাম
তোমার হত কি?
পুরুষ হয়ে বলতে মুখে
বাধে না তো ছিঃ।
ধুর! হারিয়ে যাব কোন দুঃখে__
এই দুনিয়ায় তোমার মত-__
কন্যা যখন আছে।


শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত ।

সুর : হেমন্ত মুখোপাধ্যায় ।
“সাথীহারা” কথাচিত্রের গান ।