গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৫২


কান্দো কেনে মন রে,
আঁধার আলোর এই যে খেলা
এই তো জীবন রে।
সৃ্যি আছে চান্দা আছে__
কুসুমেতে ভোমরা নাচে,
গ্রীষ্ম আছে ফাগুন আছে
আছেরে শ্রাবণ ।
আলতা আছে সিন্দুর আছে__
কুসুমেতে ভোমরা নাচে,
ডাগর চোখের কাজলেতে__
আছেরে স্বপন ।
কানা আছে আছে হাসি__
বুকে আছে শ্যামের বাঁশী,
চোখের মাঝে আছে ওরে
কাশী বৃন্দাবন ।

শিল্পী : হেমস্ত মুখোপাধ্যায় ।

সুর : নচিকেতা ঘোষ ।

“অসমাপ্ত” কথাচিত্রের গান ।