গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ৫৩

কে গো তুমি ডাকিলে আমারে,
তারার প্রদীপ আকাশ পারে__
জেলে দিয়ে যাও এ আঁধারে

কত কথা কত সে সুরে

আজ আমায় ভরেছো,
এই ক্ষণে তুমি যে মোরে

কত মধুর করেছো ।

চিনেছি যেন অজানারে॥
না-বলা কথাটি যদি কোনদিন বুকে বাজে,
আমি মিশে রবো তবু

তোমার মাঝে ।
কত আলো কত যে রঙে

এই ভুবন সাজালে-__
তুমি যেন বাঁশীর সুরে

মোর এ গান বাজালে।

দেখেছি যেন অদেখারে॥


শিল্পী : আশা ভোঁসলে ।

সুর : সুধীন দাশগুপ্ত ।
“গলি থেকে রাজপথ” কথাচিত্রের গান ।