গান সংখ্যা ১৫৭
কেন প্রহর না যেতে
মরমের বীণা বাজে
কেন মলিকা বনে মুকুল ঝরে গো লাজে!
কেন দুটি আঁখি কোণে লেখা
বিদায়ের লিপিরেখা
এই স্বর্ণালী সাঁঝে॥
স্বপন ছড়াল ঐ
কেন বিরহী মাধবী পরাগ ঝরাল ঐ
রাঙা বন্ধন ছিড়ে
সে দোসর গেল ফিরে
ভাঙা বাসরের কি যে ব্যথা হায়
বুঝি তবু বুঝি না যে॥
শিল্পী : অখিলবন্ধু ঘোস ।
সুর : দিলীপ সরকার ।