গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৫৫


কেউ নয় সাহেব বিবি
নয় কেউ গোলাম ভাই,
সবই যে তাসেরই খেল
এই আছে আর এই তো নাই
(কেন) ওরা পাবে সেলাম শুধু
তুমি আমি দয়াই পাই।
(বল) বকশিস চাই না মালিক
হিসাবের পাওনা চাই ।
ডর কেন তুফান দেখে
আশমান হবেই রে নীল,
বাঁকা চোরা পথে কেন
চোট্‌ খেয়ে হারাস রে দিল্‌।
আঁখি দীপে দে না জ্বেলে
হিম্মতেরই রোশনাই।
কালো এ মেঘের ফাঁকে
লুকিয়ে আছে রে ভোর,
মিলবে মাণিক রে তোর ।
তোমার আমার আছে রে ঠাই ॥


শিল্পী : শ্যামল মিত্র ও আলপনা বন্দোপাধ্যায়

 সুর : নচিকেতা ঘোষ ।
“পৃথিবী আমারে চায়” কথাচিত্রের গান ।