গান সংখ্যা 
১৫৯ খুলিয়া কুসুম সাজ 
শ্রীমতী যে কাঁদে
	
অলখে রহিয়া কানু ফুলরেণু সাধে ।
সুরভি ঝরানো মালা
দিল প্রাণে একি জ্বালা
যার লাগি হারাল কূল
কি দিয়ে যে বাঁধে॥
অংঙ্গের লাবণি হলো নয়নের জল 
প্রেমের যমুনা কুল হয়েছে পিছল
সে যে শুধু ফুলবাণে
পরাণ বিঁধিতে জানে
বিষভরা ফুলবাণে
এ কি জ্বালা দিল প্রাণে
তবু, কলঙ্কিনী হলো যে নাম
কিবা অপরাধে॥
সুর ও শিল্পী: শচীন বর্মণ।