পাঠ: গান-৭৩
কত না নদীর জন্ম হয় আরেকটা কেন গঙ্গা হয় না?
কত না মানুষ জন্ম লয়, ওরা একটা কেন জাত হয় না?॥
কত রঙের হয় যে ধেনু দুধের রঙ তো সাদা,
যে মাটিতে ফলে ফসল, সেই তো আবার কাদা,
দুধের সাদা ছাড়া রঙ হয় না, বাউল গানের জাত হয় না
আর একটা তাই গঙ্গা হয় না॥
ভিন্ন বৃক্ষে দু’টি কুসুম, ফুটলো গো একসাথে
একই পূজায় লাগে তারা, এক পুজারীর হাতে,
ওরে ফুলের কোন জাত হয় না, বাউল গানের জাত হয় না॥
শিল্পী: মান্না দে।
সুরকার: নচিকেতা ঘোষ।
চলচ্চিত্র: সুজাতা।
সময়: ১৯৭৪ খ্রিষ্টাব্দ।