গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ২০

মনের কথাটি ওগো বলিতে পারিনি মুখে
দ্বারে এসে ফিরে গেলে তাই,
তোমার আঁখির ছায়া ছিল এ আঁখিতে আঁকা
দেখে তবু চেয়ে দেখ নাই ।
যে নদী গভীর হয়__
ঢেউ তাতে নাহি রয়
তাই মোরে চিনিলে না__
বুকে এ কি ব্যথা পাই।
এই প্রাণে কেঁদে মরে
না বলা যে কথা,
শুধু তীর বেঁধা পাখি জানে
মোর আকুলতা ।
ভেবেছিনু যারে ফুল__
কাঁটাতে সে হল ভূল,
ঝড়েরই আঘাতে মোর
দীপ বলে নিভে যাই।

“যৌতুক' কথাচিত্রের গান ।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।